ডিমলায় সন্ত্রাসী গ্রুপের গ্যাং লিডার সুবাস কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

মোঃ জাহিদুল ইসলাম প্রকাশিত: ১২ এপ্রিল , ২০২৫ ১৩:০৯ আপডেট: ১২ এপ্রিল , ২০২৫ ১৩:০৯ পিএম
ডিমলায় সন্ত্রাসী গ্রুপের গ্যাং লিডার সুবাস কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

নীলফামারীর ডিমলায় আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপের অন্যতম সদস্য ও গ্যাং লিডার সুবাস চন্দ্র জনতার হাতে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে। 

ডিমলা থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধায় বালাপাড়া ইউনিয়ানে মধ্য সুন্দর খাতা গ্রামের মৃত্য সুসিল চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র (৪৫) ও  বালাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কে বালাপাড়া ইউনিয়নের  হাকিমের মোড় এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে  তুলে দেয় । পুলিশ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। 

জানা যায়,স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিগত ১৬ বছরে ডিমলায় ত্রাসের  রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, লুটতারাজ,মাদক ব্যবসা, ভারতীয় গরু পাচার ,টেন্ডারবাজি ও ভূমি দখলসহ একাধীক অপকর্মের সিন্ডিকেট গড়ে উঠে । উক্ত সিন্ডিকেটটি পরবর্তীতে আগুন খাওয়া টিম হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করে । সেই কথিত আগুন খাওয়া টিমের  অন্যতম সদস্য  ও মাঠ পর্যায়ের সন্ত্রাসী গ্রুপের লিডার এই সুভাষ চন্দ্র । গত ৫ আগস্ট স্বৈরশাসক পতনের পর থেকে গাঁ ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায় এই সুবাস । 
ডিমলা থানার অফিসার ইনচার্জ  ফজলে এলাহী,  সুবাস চন্দ্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ডিমলা থানার গত ২৮ সেপ্টেম্বর/২৪ ইং এর ২৬ নং নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে  নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo