তালতলীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

কাওসার হামিদ প্রকাশিত: ৯ জুন , ২০২৪ ১১:৩৫ আপডেট: ৯ জুন , ২০২৪ ১১:৩৫ এএম
তালতলীতে ভূমি সেবা সপ্তাহ পালিত
সহকারী কমিশনার (ভূমি ) অমিত দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

'স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক' এই স্লোগান কে সামনে রেখে বরগুনার তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সহকারী কমিশনার (ভূমি ) অমিত দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু,সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম আকাশ,সাধারণ সম্পাদক মুহা: আবু বকর ছিদ্দিক ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.হাইরাজ মাঝিসহ ভূমি অফিসের কর্মকর্তারা এবং সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরোও খবর

Logo