পাইকারী ও খুচরা মূল্যের বিস্তর ব্যবধান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:২৪ আপডেট: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:২৪ এএম
পাইকারী ও খুচরা মূল্যের বিস্তর ব্যবধান
যশোরে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে জেলা পুলিশ। শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইনের নেতৃত্বে শহরের বড়বাজারে অভিযান চালানো হয়।

যশোরে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে জেলা পুলিশ। শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইনের নেতৃত্বে শহরের বড়বাজারে অভিযান চালানো হয়।

এ সময় মাছ, তরকারি ও মাংসের বাজারে খুচরা এবং পাইকারী দামের খোঁজখবর নেয়া হয়।পুলিশ জানিয়েছে, বর্তমানে পণ্যের পাইকারী ও খুচরা মূল্যের মধ্যে বিস্তর ব্যবধান থাকায় হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে সবাই। এমন পরিস্থিতিতে জেলা পুলিশ বাজার মনিটরিং এর চেষ্টা করছে। যার অংশ হিসেবে এদিন দুপুরে বড়বাজারে অভিয়ান চালানো হয়। এ সময় মাছের কয়েকটি দোকানে গিয়ে ক্রয় ও বিক্রয় মূল্যের খোঁজখবর নেয়া হয়। একই সময় মাংস ও তরকারি বাজারেও অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর, ডিএসবির ডিআইও ওয়ান আল মামুন, কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী ও পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ্বাস।

এই বিভাগের আরোও খবর

Logo