দীঘিনালায় ইউপিডিএফ এর কর্মী গুলিতে নিহত

মোঃ সোহেল রানা প্রকাশিত: ২৭ জুলাই , ২০২৪ ১৭:১১ আপডেট: ২৭ জুলাই , ২০২৪ ১৭:১১ পিএম
দীঘিনালায়  ইউপিডিএফ এর কর্মী গুলিতে নিহত
শনিবার (২৭জুলাই) ভোর রাত ৪ টার দিকে দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দূর্গম কাঙ্গরীমা ছড়ায় এলাকায় ঘটনা ঘটে। নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্তরঞ্জন চাকমার ছেলে। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ জনসংহতি সমিতি এমএন লারমাকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করছে।

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জুনেল চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর  কর্মী নিহত হয়েছে। 

শনিবার (২৭জুলাই) ভোর রাত ৪ টার দিকে দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দূর্গম কাঙ্গরীমা ছড়ায় এলাকায় ঘটনা ঘটে। নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্তরঞ্জন চাকমার ছেলে। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ জনসংহতি সমিতি এমএন লারমাকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করছে। 

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজ শেষে দীঘিনালার কাঙ্গরীমা ছড়া এলাকায় মাষ্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান নেয় জুনেল চাকমা। এ সময় ভোর রাত ৪ টার দিকে প্রতিপক্ষ জনসংহতি সমিতি (জেএসএস এমএন) লারমার অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ক্ষত-বিক্ষত অবস্থা আছে, ময়নাতদন্তের পর বলা যাবে কয়েকটি গুলি বিদ্ধ হয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo