জামালপুরের দেওয়ানগঞ্জে রেলওয়ের এক মজা পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া যায়। বিষয়টি দেখার জন্য বিশেষজ্ঞ দল আসছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের লোকো সেডের পূর্ব উত্তর পাশে একটি পুরনো পরিত্যক্ত পুকুরে গ্রেনেডটি পাওয়া যায়।
জানা গেছে, মঙ্গলবার অন্য দিনের মতো স্থানীয় ডালবাড়ি টক্কর লাইনের কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পরিত্যক্ত রেলওয়ে পুকুরে পড়ে গেলে বলটি আনতে গেলে তারা কালো লোহার একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে। এ সময় তারা এটি নিয়ে হাতাহাতি করে। পরে জানা যায় এটি পুরনো পরিত্যক্ত গ্রেনেড।
এ সময় খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান একদল পুলিশসহ ঘটনাস্থলে যান। ঘটনা বিস্তারিত জেনে স্থানীয় সেনাক্যাম্পে খবর দেয়া হয়। পরে সেনা ও পুলিশের যৌথ প্রহরা বসানো হয়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
পরিত্যক্ত গ্রেনেড পাহারায় নিয়োজিত সেনা ওয়ারেন্ট অফিসার মো: সাইফুল ইসলাম নয়া দিগন্তকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল আসছেন। এখনো পৌঁছেনি।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় রেলের পুকুরে গ্রেনেডটি পাওয়া গেছে। বিশেষজ্ঞ দল আসছে। উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’