সাভার বাসস্ট্যান্ড ঢাকা-আরিচা মহাসড়ক ক্ষুদ্র ব্যবসায়ী এবং অটোরিকশার দখলে

জেমস রানা বিশ্বাস প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:২৪ আপডেট: ২৯ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:২৪ পিএম
সাভার বাসস্ট্যান্ড ঢাকা-আরিচা মহাসড়ক ক্ষুদ্র ব্যবসায়ী এবং অটোরিকশার দখলে
ফলে প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজটসহ নানা ধরনের দুর্ভোগ ও দুর্ঘটনা! সাভার বাসস্ট্যান্ডের সমস্ত মহাসড়কের দু'পাশ জুড়ে রয়েছে সবজির দোকান, সারিবদ্ধ ভ্যানে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান, ছোট ছোট বিভিন্ন প্রকৃতির দোকানপাট এবং অটো রিকশার শত শত লাইন। মহাসড়ক তো নয় মনে হয় যেন একটা বড় কোন হাট-বাজারের মেলা বসেছে।

বেশ কিছুদিন বন্ধ থাকার পর, সাভার বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচ মহাসড়কের দু'পাশ রয়েছে অনুমোদনহীন ছোট ছোট দোকানপাট এবং অটোরিক্সার দখলে।

ফলে প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজটসহ নানা ধরনের দুর্ভোগ ও দুর্ঘটনা!  সাভার বাসস্ট্যান্ডের সমস্ত মহাসড়কের দু'পাশ জুড়ে রয়েছে সবজির দোকান, সারিবদ্ধ ভ্যানে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান, ছোট ছোট বিভিন্ন প্রকৃতির দোকানপাট এবং অটো রিকশার শত শত লাইন। মহাসড়ক তো নয় মনে হয় যেন একটা বড় কোন হাট-বাজারের মেলা বসেছে।

এতে সাধারণ জনগণকে প্রতিদিন পোহাতে হয় নানা দুর্ভোগ! প্রশাসনের কোন নজরদারি এবং নিয়ন্ত্রণ কোনটাই এখানে পরিলক্ষিত হচ্ছে না। সাভার উপজেলা এবং পুলিশ প্রশাসন এ বিষয়ে একেবারেই নিষ্ক্রিয় ।উল্লেখ্য, মহাসড়কে এই সৃষ্ট যানজটের কারণে অধিকাংশ সময় সাভার নামা বাজারের এক কিলোমিটার রাস্তা, রাজাশন সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা এবং নিউ মার্কেটের পাশে প্রায় এক কিলোমিটার রাস্তা যানজটে পূর্ণ থাকে। ঢাকা-আরিচা মহাসড়কের এই চিত্র দেখে সাভার এলাকাবাসী খুবই উদ্বিগ্ন। সাভারবাসী এই সমস্যা থেকে উত্তরণের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

এই বিভাগের আরোও খবর

Logo