মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল দেশে সুশাসন নিশ্চিত করার জন্য। মানুষের মধ্যে কোন বৈষম্য না রেখে আমাদেরকে সোনার মানুষ তৈরির মাধ্যমে সোনার দেশ তৈরি করতে হবে বলেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।
মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল দেশে সুশাসন নিশ্চিত করার জন্য। মানুষের মধ্যে কোন বৈষম্য না রেখে আমাদেরকে সোনার মানুষ তৈরির মাধ্যমে সোনার দেশ তৈরি করতে হবে বলেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।
আজ জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষের অধিকার নিশ্চিতে ফেইস লেস ও ক্যাশ লেস সার্ভিস আমাদের চালু করতে হবে। কোন নাগরিকের উপর অন্যায় করা যাবে না। ক্ষমতা জনগণের আমানত। আজ আপনি ক্ষমতায় আছেন তো কাল নেই। জনগণের অধিকার আমাদেরকে জনগণের নিকট পৌঁছে দিতে হবে। অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা যাবে না। এতো সম্পদ আপনি কি করবেন? শেষ বয়সে তো একজন মানুষের পাঁচটি বাড়ির প্রয়োজন নেই। আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বেশি বেশি জনসেবা করেন।
এসময় উপস্হিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিহাদ মন্ডল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। জনসাধারণের প্রশ্নের উত্তর প্রদান করেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।