দেশ রূপান্তর সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানব বন্ধন

মোঃ মানিক মিয়া প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৪ ০৮:৫৬ আপডেট: ১৩ মার্চ , ২০২৪ ০৮:৫৬ এএম
দেশ রূপান্তর সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানব বন্ধন
দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা মানব বন্ধন করেছে।

দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা মানব বন্ধন করেছে।

আজ বেলা এগারোটার সময় ঝিনাইগাতীতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলমসাধারণ সম্পাদক দুদু মল্লিকউপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদরিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে। এসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে ওইদিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদসহ সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন। তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়েউল্টো জেলে যেতে হয়েছে সাংবাদিক রানাকে। এটা কোন সভ্য মানুষ মেনে নিতে পারে না।

এই বিভাগের আরোও খবর

Logo