বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে প্রায় দুই শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা।
বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে প্রায় দুই শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা।
১৫' মে বুধবার দিবাগত রাতে মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কির্তনের মধ্যে দিয়ে শুরু হওয়া ৫দিন ব্যাপি মহা নামযজ্ঞানুষ্ঠান শেষ হবে আগামী রবিবার কুঞ্জভঙ্গ, নাম সমাপনী ও ভোগরাগের পর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে।
ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলাকে ঘিরে হাজারো ভক্তের পদচারণায় উৎসব অঙ্গন হয়ে উঠেছে মেলাস্থল। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় বইছে উৎসবের আমেজ। মন্দিরে আগত ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। সেইসাথে চলছে প্রসাদ বিতরণ।