শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার ( ১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার ( ১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন , আর এমও ডাঃ হাসান,ডাঃ ওয়ালিউল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাওসার বিদ্যুৎসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও নকলা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। ৬ মাসের কম বয়সি, ৫ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে বলে জানান ডাঃ গোলাম মোস্তফা। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে অভিবাকরা শিশুদের নিয়ে উপস্থিত ছিলেন।