নকলায় গোসল করাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:০৮ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:০৮ এএম
নকলায় গোসল করাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম
উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা দাবি করেন, আমার ছোট্ট নাতি পানির মোটরে গোসল করাকে কেন্দ্র করে পরিচিত পাশের বাড়ির লোকেরা আমাদের ওপর হামলা করে।

উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা দাবি করেন, আমার ছোট্ট  নাতি পানির মোটরে গোসল করাকে  কেন্দ্র করে পরিচিত পাশের বাড়ির লোকেরা আমাদের ওপর হামলা করে।

মঙ্গলবার(৯ এপ্রিল) বিকালে ৬ নং ওয়ার্ড কুর্শাবাদাগৈড় কুইন্না পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোদী দোকানদার মোঃ রফিক মিয়া (৫০) ও তার ছেলে  মোঃ ঝিতু মিয়া (২২),বাবার সাথে দোকানে কাজ করেন।তাদের বাড়ি নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় কুইন্না পাড়া গ্রামে।

আহত রফিক জানান, বিবাদীদের বাড়ী ও আমাদের বাড়ী একই গ্রামে পাশাপাশি। ঘটনার দিন  আমাদের ছোট ছেলেমেয়েদের ঝগড়ার বিষয়কে কেন্দ্র করিয়া আমার ও আমার ছেলে মুক্তার হোসেনের  সঙ্গে কথা কাটা কাটি হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে  বিবাদীগণ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী জনতাবদ্ধে একই উদ্দেশ্যে আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে ও আমার ছেলেকে  অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমরা বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করায় ঘটনার তারিখ ও সময়ে  বিবাদী চানু মিয়া (৬০) হুকুম দিয়া বলে যে, শালাদেরকে জীবনের তরে শেষ করিয়া ফেল। উক্ত হুকুম পাওয়া মাত্রই  বিবাদী মুক্তার হোসেন হাতে থাকা ধারালো দা দিয়া আমাকে খুন করার উদ্দেশ্যে মাথার মাঝখানে কোপ মারিয়া গুরুত্বর ভাবে রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত হওয়াই তাদের স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানা পুলিশের  কর্মকর্তা (ওসি) মো. কাদের মিয়া জানান, আমরা ওই ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলা নেওয়া হয়েছে। উক্ত ঘটনা সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে নির্দেশ প্রদান করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo