নকলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৮ মে , ২০২৪ ১০:৩৮ আপডেট: ৮ মে , ২০২৪ ১০:৩৮ এএম
নকলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
শেরপুরের নকলায় মালবাহী একটি ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) রাত ৯ টার দিকে নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় ঢাকা-শেরপুর বাইপাস সড়কের এ ঘটনাটি ঘটে।

শেরপুরের নকলায় মালবাহী একটি ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) রাত ৯ টার দিকে নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় ঢাকা-শেরপুর বাইপাস সড়কের এ ঘটনাটি ঘটে।

এতে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পোড়াগাঁও এলাকার জবেদা বেগম (৭৫) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার রাজা মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পোড়াগাঁও এলাকার আবেদা খাতুন (৫০) নামে এক নারীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এই ঘটনায় অটোরিকশার চালক ও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার সুলতানা বেগম (৩০), নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পোড়াগাঁও এলাকার আরাফত (৬) ও অটোরিকশার অজ্ঞাত চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এক আত্মীয়ের জানাযা শেষে অটোরিকশার দিয়ে বাড়ি ফিরার পথে মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। আর অটোরিকশার চালক ও ২ যাত্রী গুরুতর আহত হন। আহত ৩ জনকে নকলা হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যান। বাকি দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালবাহী একটি ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত ও ১ নারীসহ ৩ জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নওয়া হয়েছে। ট্রাকটির চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। তবে ট্রাকসহ ট্রাকের চালককে আটকের জন্য তৎপরতা বাড়ানো হয়েছে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।

এই বিভাগের আরোও খবর

Logo