শেরপুরের নকলা উপজেলা থেকে প্রকাশ হতে যাওয়া উপজেলার সর্বপ্রথম ও একমাত্র দৈনিক পত্রিকা “দৈনিক কলিকাল” এর ওয়েব সাইট (
www.kolikal.com)-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) রাত ৮ টার সময় নকলা হাসপাতাল মোড় দৈনিক কলিকালের অফিসে ওয়েব সাইট উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী এই ওয়েব সাইটটি উন্মোচন করেন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কলিকাল-এর সম্পাদক তারেক আহসান।
নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম লালন-এঁর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন- নকলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, কলিকাল পত্রিকার প্রকাশক ইসরাত জাহান ইমু, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ আহমেদ প্রমুখ।
এসময় নকলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সদস্য সুজন মিয়া, রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাতসহ নকলা প্রেসক্লাব ও নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- নকলা উপজেলাটি মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি এঁর নির্বাচনী এলাকার মতো ভিভিআইপি এলাকা হওয়া সত্ত্বেও অজ্ঞাত কারনে এই এলাকা থেকে কোন প্রিন্ট প্রকাশ করা হয়না; অথচ দেশের অনেক পিছিয়ে থাকা এলাকা থেকে অনেক আগে থেকেই দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা হয়। তাছাড়া দেশ বিদেশে সুপরিচিত দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক বজলুর রহমান নকলা উপজেলার কৃতি সন্তান এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান কবি, গীতিকার, প্রাবন্ধিক, জিল বাংলা সাহিত্য পুরষ্কার প্রাপ্ত লেখক, নকলা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, শেরপুর ও নকলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বিভিন্ন সাহিত্য কবি লেখক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা, কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি কলামিস্ট তালাত মাহমুদ-এঁর মতো গুণীজনের জন্ম। আজ তাদের সম্মানে নকলা থেকে একটি পত্রিকা প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব থেকেই দীর্ঘদিন ধরেই দৈনিক কলিকাল প্রকাশের পরিকল্পনা করা হয়। অবশেষে উপজেলার সর্বপ্রথম ও একমাত্র দৈনিক পত্রিকা “দৈনিক কলিকাল” এর ওয়েভ সাইট (
www.kolikal.com)-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। দেশ ও জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে “সত্য-সংবাদ-সুসাংবাদিকতা” শ্লোগানকে ধারন করে অনলাইন ভার্সনের যাত্রা শুরু হলো। এখন থেকে কিছুদিন পরিক্ষামূলক ভাবে অনলাইন ভার্সনের সাথে ডিজিটাল (ভিডিও) ভার্সন চলবে। খুবদ্রুত সময়ের মধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করে বিশাল আয়োজনে প্রিন্ট আকারে প্রকাশ করে পাঠকের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান পত্রিকাটির ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্ট কর্মকতর্কাগন। এর জন্য সকলে কাছে সার্বিক সহযোগিতা মূলক পরামর্শ কামনা করেন তাঁরা।