নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ বছর বয়সী স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যা আসমানিকে নিয়ে পালায় স্বামী আসমত আলী। শুক্রবার (২৮ জুন) ভোরের দিকে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। সে পেশায় একজন চোর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সুফিয়া বেগমকে বিয়ে করার আগে আরও তিনটি বিয়ে করে আসমত আলী। তার তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পরে সম্পর্ক করে আসমত সুফিয়কে বিয়ে করে। কিন্তু পেশায় চোর হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই আসমত ও সুফিয়ার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সম্প্রতি একটি চুরির ঘটনা নিয়ে আজ শুক্রবার স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিলো। এ বিষয় নিয়ে গতকাল রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে শয়ন ঘরের মেঝেতে সুফিয়া বেগমের গলা কাটা লাশ পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে সুফিয়ার বাবার বাড়ির সদস্য ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আসমত তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছে।
নিহত সুফিয়ার ভাই বোনেরা অভিযোগ করে বলেন, চুরি করা নিয়ে প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া হতো এবং আসমত তাদের বোনকে মারপিট করতো। তারা আসমতকে আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছেনা কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলীর বাড়িতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্ররণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আসমত আলী কোন কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াতো এসব নিয়ে তাদের মধ্যেকার কলহ থেকে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই কোরবান আলী মাল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি নানু খান।
স্বামী আসমত আলীকে আটকের চেষ্টা সহ শিশু কন্যা আসমানী খাতুনকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের চলনবিল এলাকা থেকে আসামী আসমত আলীকে শিশুকন্যাসহ আটক করে র্যাব বলে জানান ওসি নানু খুন।