নাতে মোস্তফা ( সা.) ও নাশিদ জলসা অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:৪৩ আপডেট: ৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:৪৩ পিএম
নাতে মোস্তফা ( সা.)  ও নাশিদ জলসা অনুষ্ঠিত
ইসলামী সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আল হাসান সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা জনাব আবু আজম,অনন্য অবদান স্বরুপ রিফআতে মোস্তফা (সা.) ইসলামী সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান শায়ের মোঃ বেলাল উদ্দীন হোসাইনী এবং ইসলামী সঙ্গীতের জন্য অবদান রাখায় আরো চারজন শায়েরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রিফআতে মোস্তফা (সা.) সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ ও আবাসিক তরুণ পরিষদ এর উদ্দ্যোগে বড় দিঘীর পাড় নিসর্গ আবাসিকে ২৭.০৯.২৪ রোজ শুক্রবার বাদ আসর থেকে রাত অবধি নাতে মোস্তফা (সা.) মাহফিল ও নাশিদ জলসা অনুষ্ঠিত হয়। 

এতে চট্টগ্রামের প্রখ্যাত শায়েরগণ নাতে মোস্তফা (সা.) পরিবেশন  করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে আয়োজিত এ জলসায় অংশ নেন শায়ের মঈনুদ্দিন কাদেরী,শায়ের ওসমান গনি কাদেরী,অত্র ফোরামের উপদেষ্টা শায়ের সাঈদ রেজা কাদেরী,উপদেষ্টা রিয়াদ রেজা কাদেরী,আকিব রেজা আদিল,অত্র ফোরামের চেয়ারম্যান শায়ের বেলাল উদ্দিন হোসাইনী, শায়ের সোলাইমান আমিরী, জাহেদ রেজা কাদেরী সহ আরো অসংখ্য নাত খাঁ গণ উপস্থিত ছিলেন।

ইসলামী সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আল হাসান সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা জনাব আবু আজম,অনন্য অবদান স্বরুপ রিফআতে মোস্তফা (সা.) ইসলামী সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান শায়ের মোঃ বেলাল উদ্দীন হোসাইনী এবং ইসলামী সঙ্গীতের জন্য অবদান  রাখায় আরো চারজন শায়েরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo