ফেসবুক পোস্ট দেখে আর্থিক অনুদান দিলেন ইউএনও

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৫ মার্চ , ২০২৪ ১৪:২৭ আপডেট: ৫ মার্চ , ২০২৪ ১৪:২৭ পিএম
ফেসবুক পোস্ট দেখে আর্থিক অনুদান দিলেন ইউএনও
ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক আমিনুল ইসলাম এর ফেসবুকে পোষ্ট দেখে এগিয়ে এলেন কাঠালিয়ার মানবিক ইউএনও। ফেসবুক পোষ্টটিতে লেখা ছিল কাঠালিয়া উপজেলার চেচঁরীরামপুর ইউনিয়নের দক্ষিন চেচঁরী গ্রামের জমাদ্দার হাট এলাকার এতিম দুই ভাই বোন যাদের বাবা মা কেউ বেঁচে নেই, ভিক্ষায় চলে তাদের সংসার। তাদের নেই কোন ঘর, নেই কোন জমিজমা, সমাজের বিত্তবানরা এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই।

ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক আমিনুল ইসলাম এর ফেসবুকে পোষ্ট দেখে এগিয়ে এলেন কাঠালিয়ার মানবিক ইউএনও। ফেসবুক পোষ্টটিতে লেখা ছিল কাঠালিয়া উপজেলার চেচঁরীরামপুর ইউনিয়নের দক্ষিন চেচঁরী গ্রামের জমাদ্দার হাট এলাকার এতিম দুই ভাই বোন যাদের বাবা মা কেউ বেঁচে নেই, ভিক্ষায় চলে তাদের সংসার। তাদের নেই কোন ঘর, নেই কোন জমিজমা, সমাজের বিত্তবানরা এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন বাবা-মা হারানো অসহায় এতিম কাঠালিয়ায় দক্ষিন চেচঁরী গ্রামের মৃত সেকান্দার আলীর পুত্র মাইনুল ইসলাম এর হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিলেন।

এছাড়া অসহায় এতিম দুই ভাই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি অনুদানে একটি দোকান করে দেওয়াসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন। এ প্রেক্ষিতে সোমবার (৪ মার্চ) দুপুরে ৫ হাজার নগদ টাকা মাইনুল ইসলাম এর হাতে দেওয়া হয়।

এদিকে অনুদানের টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক অধ্যাপক আবদুল হালিম, সাংবাদিক আমিনুল ইসলাম ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, সরকারি কর্মকর্তা।

এই বিভাগের আরোও খবর

Logo