নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত

আল আমিন প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:২৪ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:২৪ এএম
নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত
মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে এসে শেষ হয়।পরে শিল্পকলা একাডেমির মাঠে গ্রামীণ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মৃৎশিল্প,জামদানি শাড়ি, শীতল পাটি,জামদানী শাড়ি, বুটিকস, নকশিকাঁথা ও পিঠাঘরসহ বিভিন্ন স্টল বসেছে।  

জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ এর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ বলেন,বাংলা নববর্ষ উপলক্ষে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এর আয়োজন করেছি।আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo