নারীর প্রতি সহিংসতার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ , ২০২৫ ১৬:২২ আপডেট: ১১ মার্চ , ২০২৫ ১৬:২২ পিএম
নারীর প্রতি সহিংসতার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহ্বাগে অবস্থান নিয়েছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। ১১ মার্চ ২০২৫ তারিখ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট—ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। এসময় তাদের  বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।  উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়ে ছিলাম। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ব্লকড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনের ফাঁকা রাস্তায় সন্ধ্যা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে। 

এই বিভাগের আরোও খবর

Logo