ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেন্টার জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধরমন্ডল ইউনিয়নে গত ২৮শে আগস্ট এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে ভোক্তভুগী মো.আমিনুল ইসলাম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনী ও নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, প্রায় ১০বছর ধরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছেন মো. আমিনুল ইসলাম চৌধুরী।
পাশাপাশি তিনি যৌথ মালিকানায় ধরমন্ডল ইউনিয়ন ক্যাবল নেটওয়ার্ক ও ব্যাংক এশিয়ায় এজেন্ট ব্যাংকিং এর সাথে জড়িত।গত ২৮শে আগস্ট ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নানের নেতৃত্বে মো. আমিনুল ইসলাম চৌধুরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ইউনিয়ন ক্যাবল নেটওয়ার্ক সেন্টারটিতে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে গত দশদিন যাবৎ বন্ধ রয়েছে ধরমন্ডলের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
ভুক্তভুগী মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পর থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি, ভয়ে এলাকায় যেতে পারছিনা।এবিষয়ে ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল হান্নান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি ঘটনার সাথে জড়িত নই।ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন ক্যাবল নেটওয়ার্ক সেন্টারটির তালার চাবি আমার কাছে জমা আছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে সিদ্বান্ত নিব।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, আমি সদ্য যোগদান করেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে।