নিয়ামতপুরে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সবুজ সরকার প্রকাশিত: ৫ জুন , ২০২৪ ০৯:১৭ আপডেট: ৫ জুন , ২০২৪ ০৩:১৯ এএম
নিয়ামতপুরে ক্রিকেট টুর্ণামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত  হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে  নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল  খেলায় অংশগ্রহণ করেন নিয়ামতপুর  পরিষদ একাদশ এবং রসুলপুর ইউনিয়ন পরিষদ একাদশ। খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ একাদশ ১৪ রানে জয়লাভ করে।

খেলায় টসে জিতে  নিয়ামতপুর  ইউনিয়ন পরিষদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ২০৬ রান সংগ্রহ করে। জবাবে  ২০৭ রানের টার্গেটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে রসুলপুর  ইউনিয়ন একাদশ।

খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান,  নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর  ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরোও খবর

Logo