বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-ধানসুরা আঞ্চলিক সড়কে টগরইল নামক স্থানে দুপুর ১২ টার দিকে মুরগী বোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হাবিবের (২৩) ঘটনাস্থলেই মৃত্যু হয়
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহতের ঘটনায় থানায় মামলা করেছেন দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই।
নিয়ামতপুর থানায় বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপস্থিত হয়ে দুর্ঘটনায় নিহত উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের পারভেজের (২০) চাচাতো ভাই তারিপ আলী মামলাটি করেন। মামলায় পিকআপ চালক সানোয়ার হোসেনকে(২৭) আসামী করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-ধানসুরা আঞ্চলিক সড়কে টগরইল নামক স্থানে দুপুর ১২ টার দিকে মুরগী বোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হাবিবের (২৩) ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত হাবিব চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আনারুল ইসলামের ছেলে। মোটরসাইকেলের পেছনে থাকা পারভেজ (২০) গুরুতর আহত হলে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। নিহত পারভেজ উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ওসি আরও জানান, সুরাহাতাল প্রতিবেদনের মাধ্যমে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা ও পিকআপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং পিকআপ চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।