নেত্রকোনা পূর্বধলায় যাকাত সংগ্রহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ৪ এপ্রিল , ২০২৪ ০৬:৫৬ আপডেট: ৪ এপ্রিল , ২০২৪ ০৬:৫৬ এএম
নেত্রকোনা পূর্বধলায় যাকাত সংগ্রহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় ৪ এপ্রিল বৃহঃপতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার পূর্বধলায় ৪ এপ্রিল বৃহঃপতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, পূর্বধলা কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন পূর্বধলা উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব আরিফ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার আনোয়ার হোসেন মন্ডল, এবিএম রুহুল আমিন, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্য, বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সুধীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, পবিত্র কুরআনে মহান আল্লাহ আমাদেরকে অনেকবার নামাজের পাশাপাশি যাকাতের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যাকাত। তাই যাদের উপর যাকাত আদায় ফরজ হয়েছে, তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউণ্ডেশন সরকারের প্রতিনিধি হিসেবে যাকাতের অর্থ সংগ্রহ করছে। তিনি যাদের জন্য যাকাত ফরজ তাদের  প্রত্যেককে তাদের প্রদানকৃত যাকাতের একটি অংশ ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনে জমাকৃত যাকাতের এই অর্থ পরবর্তীতে দারিদ্র্য বিমোচনসহ অন্য উপযুক্ত খাতে বন্টন করা হবে। 

এই বিভাগের আরোও খবর

Logo