যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা-হাড়িয়া মোড়ে আয়োজিত ফুল উৎসব শেষ হয়েছে। উৎসবের সমাপনী দিন শনিবার বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা-হাড়িয়া মোড়ে আয়োজিত ফুল উৎসব শেষ হয়েছে। উৎসবের সমাপনী দিন শনিবার বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উৎসব ঘিরে ফুলের রাজধানী জুড়ে ছিল হাজার হাজার মানুষের আনাগোনা। ফুলপ্রেমীরা ফুলের ক্ষেত ঘুরে ঘুরে দেখছেন ও ছবি তুলছেন। বিপুল সংখ্যক মানুষের আনাগোনায় এখানকার বিনোদন কেন্দ্রগুলোয় অন্যান্য দিনের তুলনায় আয়ও হয়েছে বহুগুণ। একটি বিনোদন কেন্দ্রের মালিক জানান, শুক্রবার তার দুই লাখ টাকার বাণিজ্য হয়েছে।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, সারা দেশ ও বিশ্বের কাছে এই ফুল সেক্টরকে তুলে ধরতে উৎসবের আয়োজন করা হয়।ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ফুল উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে। এতে ফুল চাষিদের বেচাকেনাও ভাল হয়। যশোরের ঐতিহ্য এই ফুলের রাজধানীকে সবার সামনে তুলে ধরাটাই আমাদের মূল লক্ষ্য।শনিবার সন্ধ্যার পর শিশুদের ফুল অঙ্কন প্রতিযোগিতায় ৬ বিজয়ী ও স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
শিশুদের ফুল অঙ্কন প্রতিযোগিতায় ক-বিভাগে (শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণি) ১ম স্থান কৃষ্ণনগর অধিকার করেছে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া তাজফিন, ২য় স্থান ও ৩য় স্থান পানিসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুসকান খাতুন ও হুমায়রা খাতুন।
খ বিভাগের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি) ১ম স্থান অর্জন করেছে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া জামান, ২য় স্থান কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিসা আজহার ও ৩য় স্থান বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাইশা ইসলাম।