চাটখিলে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি! মাদক কারবারী মিজান নোয়াখালী জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক হয়েছে
চাটখিলে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি! মাদক কারবারী মিজান নোয়াখালী জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক হয়েছে। মঙ্গলবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সোর্সের তথ্যের ভিত্তিতে চাটখিল উপজেলার থানারহাট বাজারে অভিযান চালিয়ে মাদক কারবারী মো. মিজান (৫৪) কে ৫ শত গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬হাজার ৭শত টাকা সহ আটক করা হয়।
বুধবার (০৯ এপ্রিল) দুপুরে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা রেকর্ড করার পর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিজানকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।
স্থানীয় জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আম রথি গ্রামের বাইন্না বাড়ীর মিজান দীর্ঘদিন থেকে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি করে আসছে। বিষয়টি স্থানীয়রা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সোর্স দিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। পরবর্তীতে গোপান সংবাদের ভিত্তিতে মিজানকে গাঁজা সহ আটক করা হয়।