চাটখিল পৌর শহরের ৬নং ওয়ার্ডের মালেক চৌধুরীর বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে
চাটখিল পৌর শহরের ৬নং ওয়ার্ডের মালেক চৌধুরীর বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এই ব্যাপারে মামুন হোসেন এর স্ত্রী মাকছুদা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে ৫জন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার রাতে পাশ্ববর্তী ভূইয়া বাড়ির মো: হানিফ, ভবন ভূইয়া, আরিফ হোসেন, রাহাত ও ইসমাইল হোসেন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন রাত আটটার সময় অতর্কিতভাবে হামলা চালিয়ে দুজন কে আহত করে। আহতরা হচ্ছে সৈয়দ আহমেদ এর স্ত্রী লাইলি আক্তার ও শরিফ আল মামুন। এসময় হামলা কারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসত ঘরে হামলা করে ৪টি গ্রিল, বিটবিল ড্রাম ৮৫টি, সিমেন্টের পিলার ১৫০টি ও ১৯ বান্ডেল টিন লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন মাকছুদা আক্তার।
অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।
এই বিষয়ে প্রতিপক্ষের ভবন ভূইয়া'র সাথে যোগাযোগ করলে তিনি লুটপাটের কথা অস্বীকার করে তাদের বিরুদ্ধে পাল্টা লুটপাটের অভিযোগ করেন।
চাটখিল থানার এসআই আমিনুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি তদন্ত চলছে।