বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ জনকে আটক করে পুলিশে সৌপর্দ করে স্থানীয় জনতা
বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ জনকে আটক করে পুলিশে সৌপর্দ করে স্থানীয় জনতা। শুক্রবার রাত ১০:৩০ মিনিটে উপজেলার আমরুল ইউনিয়নের শাখাটিয়া ব্রীজের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাত দলের বাকি কয়েকজন লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের হরেন হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪০)। বাকি ২জনের বাড়ি প্রাথমিকভাবে নন্দীগ্রাম উপজেলায় বলে জানা গেছে।
এবিষয়ে শাজাহানপুর থানা পুলিশ স্থানীয় ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রেফতারকৃতদের বগুড়া কোর্টে চালান করা হয়েছে।