পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- ছদ্মবেশে বোরকা পড়ে জাল ভোট দিতে গিয়ে শাহনাজ বেগম (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে ছয়মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- ছদ্মবেশে বোরকা পড়ে জাল ভোট দিতে গিয়ে শাহনাজ বেগম (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে ছয়মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
১৬৪নং পশ্চিম ভায়লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এ্যাক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ছদ্ধবেশে দ্বিতীয়বার ভোট দিতে এসে প্রার্থীর এজেন্টদের কাছে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি স্বীকার করেন। এক পর্যায়ে দোষ স্বীকার করায় বাংলাদেশ নির্বাচন কমিশন আইনের ১৮৬০ এর ১৭১এর চ ধারা অনুযায়ী তার উপস্থিতিতে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ এখলাসুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত শাহানাজ ভায়লা এলাকার মোঃ নুরুল ইসলাম ফরাজির মেয়ে। তার স্বামীর নাম মোঃ আলমগীর আকন।
শাহনাজ বেগম জানান, একজন মেম্বার প্রার্থীর পক্ষে দ্বিতীয়বার ভোট দিতে গিয়ে তিনি ধরা খেলেন।