লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার পেদিরবাড়ি, মাশানটারী ও হরিসভা এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল- আহসান । এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পেদিরবাড়ি, মাশানটারী এলাকায় ধরলা নদীর পাড়ে বালু ও পাথর উত্তোলনের অবৈধ ০৪ টি মেশিন পাওয়া যায়৷ অবৈধ বালু ও পাথর উত্তোলনের কারণে ০৪ টি মেশিন বিনষ্ট করা হয়। পরবর্তীতে বিকেলে হরিসভা এলাকায় অভিযান পরিচালনাকালে একটি জমিতে বালু উত্তোলনের মেশিন পাওয়া যায় ও তার পাশেই বিপুল পরিমাণ উত্তোলিত বালু পাওয়া যায়। অভিযান চলাকালে এই মেশিনটিও বিনষ্ট করা হয়েছে।পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব-উল- আহসান বলেন,পাটগ্রাম উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।