পাহাড় কাটার খবরে অভিযান, নির্মমভাবে খুন হলেন বন কর্মকর্তা

সাকিব হোসেন প্রকাশিত: ৫ এপ্রিল , ২০২৪ ০৯:৩০ আপডেট: ৫ এপ্রিল , ২০২৪ ০৯:৩০ এএম
পাহাড় কাটার খবরে অভিযান, নির্মমভাবে খুন হলেন বন কর্মকর্তা
পাহাড় কেটে মাটি পাচারে বাঁধা দেওয়ায় ডাম্পার ট্রাকের চাপায় মৃত্যুবরণ করলেন বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান।তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সাজ্জাদুজ্জামান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

পাহাড় কেটে মাটি পাচারে বাঁধা দেওয়ায় ডাম্পার ট্রাকের চাপায় মৃত্যুবরণ করলেন বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান।তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সাজ্জাদুজ্জামান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

জানা যায়, ৩০ তারিখ সারারাত ডিউটি করে মাটি বোঝায় ডাম্পার ট্রাক আটক করে সকাল ৮টায় অফিস ছাড়েন সাজ্জাদুজ্জামান। মাত্র কয়েকঘণ্টা পর আবারো অফিসে যোগদান করে তার দায়িত্বে ব্যস্ত হয়ে পড়েন সাজ্জাদুজ্জামান। সারাদিনের কাজ শেষে ৩১ তারিখ রাত ১.৩০ টায় বাসায় ফিরেন। রাত ২.৩০ টার দিকে খবর পান যে পাহাড় খেকোরা সেহেরির সময়ের সুযোগ নিয়ে সংরক্ষিত বন থেকে ডাম্পারে করে মাটি পাচারের জন্য কাজ শুরু করেছে।

সারাদিনের ক্লান্তি ভুলে সাথে সাথে সাজ্জাদুজ্জামান ছুটে যান দেশের বনভূমি রক্ষা করতে। এত গভীর রাতে সাথে নেওয়ার মতো লোকবলের সংখ্যা অপ্রতুল হওয়ায় ড্রাইভার আলি কে নিয়ে তিনি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন। যাওয়ার পথেই মাটি বোঝায় গাড়ি দেখে মোটরসাইকেল থামিয়ে গাড়িটিকে থামার সংকেত দিন।

কিন্তু গত চার রাতে চারটি গাড়ি নিজের সাহসিকতায় আটকে করলেও এইবার হত্যাকারী চালক সরাসরি গাড়ি উঠিয়ে দেন সাজ্জাদুজ্জামানের শরীরে, এরপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাথার উপর দিয়ে চাকা উঠিয়ে পালিয়ে যান। ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন কর্তব্যপরায়ণ এই বন কর্মকর্তা।

এই হত্যাকাণ্ডের কারণে মাত্র নয় মাস বয়সেই পিতৃহীন হয়ে পড়ে সাজ্জাদুজ্জামানের কন্যা। সাজ্জাদুজ্জামানের মৃত্যুতে তার পরিবার গভীরভাবে শোকাহত, সেই সাথে শোকাহত পুরো বাংলাদেশ।

এই বিভাগের আরোও খবর

Logo