প্রবাসী ছেলের শীতবস্ত্র পৌঁছে দিলেন বাবা

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ২৭ জানুয়ারী , ২০২৪ ০৯:৪১ আপডেট: ২৭ জানুয়ারী , ২০২৪ ০৯:৪১ এএম
প্রবাসী ছেলের শীতবস্ত্র পৌঁছে দিলেন বাবা
মালয়েশিয়া প্রবাসী এসএম মাহমুদ হোসেনের নিজস্ব তহবিল থেকে বগুড়ার আদমদীঘিতে শতাধীক শীতার্তদের জন্য দেওয়া শীতবস্ত্র বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তাঁর বাবা লুৎফর রহমান।

মালয়েশিয়া প্রবাসী এসএম মাহমুদ হোসেনের নিজস্ব তহবিল থেকে বগুড়ার আদমদীঘিতে শতাধীক শীতার্তদের জন্য দেওয়া শীতবস্ত্র বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তাঁর বাবা লুৎফর রহমান।

শুক্রবার সকাল থেকে উপজেলার সান্তাহার ইউপির কাশিমিলা- প্রশাদখালী গ্রামের দরিদ্র ও অসহায় নারী-পুরুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্তিত ছিলেন স্থানীয় ব্যাবসায়ী এসএম হাসান ও রুবেল খান সহ আরো অনেকেই। প্রবাসী এসএম মাহমুদ হোসেন মুঠোফোনো বলেন, বিভিন্ন সংকট মুহুর্তে প্রবাস থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর আগে কয়েকজন প্রবাসীর সহযোগিতা নিয়ে একজন বিধবা নারীকে একটি গরু কিনে দিয়েছি, করোনার সময় খাদ্য সামগ্রী, অসুস্থ রোগীদের জন্য আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ সহ নানা ধরনের কাজ করেছি। আর এসব কাজে বাবা সবচেয়ে সহযোগিতা করেন। এসবকাজ আগামী দিনেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।



এই বিভাগের আরোও খবর

Logo