কুয়াইশ বুড়িশ্চর সিটি কর্পোরেশন কলেজ ছাত্রদলের প্রয়াত নেতাদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম হাটহাজারী নজুমিয়া হাট এলাকায় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি শওকত আলী,উত্তর জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ডায়মন্ড, সাবেক সভাপতি জামাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম শহীদ,সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনসহ প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বক্তব্য তিনি বলেন,মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ১৯৭৫ সালে বাকশাল থেকে সিপাহি বিপ্লবের নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।২০২৪ সালে ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) তারেক রহমান আন্দোলনকারী ছাত্র জনতার ঐক্য ঘটানোর মূখ্য ভূমিকা পালন করে তেমনিভাবে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আজম উদ্দিন, কাজী বেলাল,উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।