ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর শিক্ষার্থীদের বৃত্তিলাভ

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ১২ অক্টোবর , ২০২৪ ১৩:৫৯ আপডেট: ১২ অক্টোবর , ২০২৪ ১৩:৫৯ পিএম
ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর শিক্ষার্থীদের বৃত্তিলাভ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর ৬জন শিক্ষার্থী এবারও শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি লাভ করেছে। সংস্থাটি ঢাকার পুরানা পল্টন ও চট্রগ্রামের কতোয়ালী কার্যালয়ের মাধ্যমে সারাদেশের মেধারী শিক্ষার্থী যাচাইয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। শহীদ লিয়াকত আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৩, এ বছর উপজেলা শতাধিক স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থীর সাথে ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬জন শিক্ষার্থী বৃত্তিলাভ করে।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর ৬জন শিক্ষার্থী এবারও শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি লাভ করেছে। সংস্থাটি ঢাকার পুরানা পল্টন ও চট্রগ্রামের কতোয়ালী কার্যালয়ের মাধ্যমে সারাদেশের মেধারী শিক্ষার্থী যাচাইয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। শহীদ লিয়াকত আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৩, এ বছর উপজেলা শতাধিক স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থীর সাথে ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬জন শিক্ষার্থী বৃত্তিলাভ করে। ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ইসমাইল ১ম শ্রেণী,ইসরাত জাহান ১ম শ্রেণী, কে এম জাকারিয়া সামি ২য় শ্রেণী, সাইদুর রহমান ৩য় শ্রেণী, মো: মাহফুজুল ইসলাম ৪র্থ শ্রেণী ও ৫ম শ্রেণীর  তাসফিয়া আক্তার সাধারন মেধা তালিকায় বৃত্তিলাভ করে। ১০ অক্টোম্বর বৃহস্প্রতিবার  ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর  অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী তুলেদেন। তাছাড়া এ বছর পাঞ্জেরী চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায়  ফরিদগঞ্জ ইক্রা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর  শিক্ষার্থীরা চ্যাম্পিয়নশীপ টপি লাভ করেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন ধারাবাহিক সাফল্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। 

এই বিভাগের আরোও খবর

Logo