ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ছাত্রদের আমরণ অনশন

এ এস এম জুনায়েদ প্রকাশিত: ৬ অক্টোবর , ২০২৪ ১৮:১১ আপডেট: ৬ অক্টোবর , ২০২৪ ১৮:১১ পিএম
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ছাত্রদের আমরণ অনশন
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আমরণ অনশন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু।অনশনকারীরা অভিযোগ করে বলেন,সরকারি নিয়ম অনুযায়ী গোল্ডেন লাইন পরিবহনকে ভাড়া নির্ধারণ করতে হবে। ফরিদপুর থেকে ঢাকার দূরত্ব ১২০ কিঃমিঃ। কিন্তু ভাড়া নেওয়া হয় ৪৫০ টাকা।

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ভাড়ার নৈরাজ্য বন্ধ এবং ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আমরণ অনশন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু।অনশনকারীরা অভিযোগ করে বলেন,সরকারি নিয়ম অনুযায়ী গোল্ডেন লাইন পরিবহনকে ভাড়া নির্ধারণ করতে হবে। ফরিদপুর থেকে ঢাকার দূরত্ব ১২০ কিঃমিঃ। কিন্তু ভাড়া নেওয়া হয় ৪৫০ টাকা।

যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এছাড়াও ফরিদপুর জেলায় গোল্ডেন লাইন পরিবহনের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দূরপাল্লার সকল যানবাহনকে চলতে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান করেন তারা।তারা বলেন, ধর্মীয় উৎসবসহ বিশেষ দিনগুলোতে এই ভরা দ্বিগুণ হয়ে যায়। এসব বন্ধ করে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি জানান তারা।তারা দাবি করেন, বিভিন্ন সময়ে স্বাভাবিকের তুলনায় যাত্রা পথের কিলোমিটার বেশি দেখিয়ে যাত্রীদের কাছে থেকে দীর্ঘদিন যাবত ভাড়া বেশি আদায় করে আসছে গোল্ডেন লাইন পরিবহনের কর্তৃপক্ষ। এটা অনৈতিক, এটা বন্ধ করতে হবে।

এ সময় ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, কাজী রিয়াজ, মেহেদী হাসান, সাইদ খান, রাফসান হিমেল, সিফাত, রিফাত, আদনান, নিরব, ইমতিয়াজ, শান্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. বাচ্চু মিয়া বলেন, অনশনের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ও অনশনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন ।

এই বিভাগের আরোও খবর

Logo