কচুয়া-শাহাপুর ও করপাড়া খালের কচুরিপানা ও আবর্জনা পরিস্কার কার্যক্রম

মোঃ হানিফ প্রকাশিত: ৯ অক্টোবর , ২০২৪ ১২:৪৫ আপডেট: ৯ অক্টোবর , ২০২৪ ১২:৪৫ পিএম
কচুয়া-শাহাপুর ও করপাড়া খালের কচুরিপানা ও আবর্জনা পরিস্কার কার্যক্রম
কচুয়া থেকে চাটখিলের শাহাপুর ও করপাড়া খালের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে স্থানীয় এলাকাবাসী ও কচুয়া বাজার ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এখন খালের প্রায় ৩কি.মি পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা।

কচুয়া থেকে চাটখিলের শাহাপুর ও করপাড়া খালের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে।  রোববার সকালে স্থানীয় এলাকাবাসী ও কচুয়া বাজার ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এখন খালের প্রায় ৩কি.মি পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা।

উদ্বোধনের  দিনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সহ সম্পাদক সৈয়দ মাহমুদ, রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য  মনির  হোসেন , কচুয়া বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, মাসুদ আলম ও শাহাজান সহ এলাকাবাসী এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এসময় এলাকাবাসি অভিযোগ করে বলেন কচুয়া থেকে শাহাপুর বাজার এলাকায় খালের উপর অবৈধ স্থাপনার কারণে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই। এই এলাকাবাসীর  স্বার্থে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেই হবে। 
তারা এই ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে খাল দখল মুক্তকরণের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo