ফরিদপুরে জামায়াতের অফিসে পুলিশের অভিযান

এ এস এম জুনায়েদ প্রকাশিত: ৩ আগস্ট , ২০২৪ ১৩:১৯ আপডেট: ৩ আগস্ট , ২০২৪ ১৩:১৯ পিএম
ফরিদপুরে জামায়াতের অফিসে পুলিশের অভিযান
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী' ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই সহ বেশ কিছু তথ্য ও আলামত পাওয়ার কথা জানায় পুলিশ।

ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন একটি মার্কেটে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী' ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে অভিযান চালিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী' ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই সহ বেশ কিছু তথ্য ও আলামত পাওয়ার কথা জানায় পুলিশ।

পুলিশ জানায়, জামায়াতের অফিসে অভিযান চালানোর সময় কাগজের কার্টুনে ৭ টি এবং ৪ তলার সিড়ি কোঠা থেকে ৫ টি ককটেল জব্দ করা হয়।ফরিদপুরের পুলিশ সুপার মো. মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাকবির নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। 

পরে তার দেয়া তথ্য মতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়। এখান থেকে ককটেলসহ বেশ কিছু তথ্য ও আলামত আমরা পেয়েছি। তিনি আরো জানান, জামাতের কার্যালয ও দলটির নেতাকর্মীরা পুলিশের নজরদারীতে রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo