ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

নাজিম বকাউল প্রকাশিত: ১৫ অক্টোবর , ২০২৩ ১০:৩১ আপডেট: ১৫ অক্টোবর , ২০২৩ ১০:৩১ এএম
ফরিদপুরে ডেঙ্গুতে  ৩ নারীর মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা দাড়ালো ৮৫ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা দাড়ালো ৮৫ জন। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৭৪ জন  রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন।


ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিরা হলেন নাওবাহার (৬০), হালিমা (৬০),  এবং হাসিনা বেগম (৫০)।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৭৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন।


তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৫ জন। গত ২৪ ঘন্টায়  মারা যাওয়া ৩ জন নারীই ফরিদপুর  জেলার বাসিন্দা।

উল্লেখ্য, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা  ১৬৪৯২  জন। এর মধ্যে ১৫৫২৭  জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo