বাউফলে মাদক মামলার আসামিরা সাক্ষীর হাত-পা ভেঙে দিয়েছে

এম আমির হোসাইন প্রকাশিত: ৮ অক্টোবর , ২০২৩ ০৭:০১ আপডেট: ৮ অক্টোবর , ২০২৩ ০৭:০১ এএম
বাউফলে মাদক মামলার আসামিরা  সাক্ষীর হাত-পা ভেঙে দিয়েছে
পটুয়াখালীর বাউফলে মাদক মামলার আসামিরা জেল থেকে বের হয়ে সবুজ হাওলাদার (২৮) নামের এক সাক্ষীকে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পটুয়াখালীর বাউফলে মাদক মামলার আসামিরা জেল থেকে বের হয়ে সবুজ হাওলাদার (২৮) নামের এক সাক্ষীকে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সবুজের হাতে-পায়ের ৫টি স্থানের হাড় ভাঙা পাওয়া গেছে। এছাড়াও মাথায় গুরুত্বর জখমের চিহ্ন রয়েছে। রামনগর গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে সবুজ ভাড়ায় মোটরসাইকেল চালক। 

সবুজের বাবা আবুল বাশার সাংবাদিকদের জানান, সবুজ যাত্রী নিয়ে মদনপুরা ইউনিয়ন পরিষদ এলাকায় গেলে মাদক ব্যবসায়ী ডালিম, সোহেল ও জাহিদসহ ৭-৮ জনে মিলে তাকে মৃধার বাজার এলাকায় নিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয় এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। এছাড়াও কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সবুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি আরও বলেন, ৩ বছর আগে বাউফল থানা পুলিশ ডালিম ও সোহেলকে গাঁজাসহ গ্রেফতার করে। পুলিশ ওই মামলায় সবুজকে সাক্ষী করেন। আদালতে সাক্ষী দেয়ার আগেই সবুজের হাত পা ভেঙ্গে দেয়া হয়েছে। মামলার পর আমাদেরকে ভিটে বাড়ি ছাড়া করেছে মাদক ব্যবসায়ীরা। গত ৩ বছর পর্যন্ত আমরা কেউ বসত বাড়িতে যেতে পারছি না।

সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, সবুজের হাত-পা সব গুঁড়িয়ে এবং মাথা থেঁতলে দেয়া হয়েছে। সবুজ বাঁচলেও কোনদিন সম্পূূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, অভিযুক্ত ডালিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এতে আমার ইউনিয়নের যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। বিষয়টি আমি থানায় জানালে পুলিশ ডালিমকে অনেকবার মাদকসহ গ্রেফতার করেছে। তবে জামিনে বের হয়ে আবার মাদক বিক্রি করে যাচ্ছে ।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের আরোও খবর

Logo