বাকৃবি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত: সভাপতি ড. সহিদুজ্জামান, সম্পাদক রায়হান

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ১৩ জুন , ২০২৪ ১১:৪০ আপডেট: ১৩ জুন , ২০২৪ ১১:৪০ এএম
বাকৃবি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত: সভাপতি ড. সহিদুজ্জামান, সম্পাদক রায়হান
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (বাউপিসি) সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সবুজবাংলাদেশ২৪ডটকমের সম্পাদক ড. মো সহিদুজ্জামান ও দৈনিক জনকন্ঠের রায়হান আবিদ।

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (বাউপিসি) সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সবুজবাংলাদেশ২৪ডটকমের সম্পাদক ড. মো সহিদুজ্জামান ও দৈনিক জনকন্ঠের রায়হান আবিদ।


বৃহস্পতিবার (১৩জুন) বাউপিসি নামক নতুন সংগঠনটির ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা  হলেন- সহসভাপতি ডেইলি সানের মো. জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দি বাংলা ইন্ডিপেন্ডেন্টের মো আশিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের মো মিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ জাগো নিউজের মো আসিফ ইকবাল, দপ্তর সম্পাদক দ্য ডেইলি পোস্টের আল আলিফ। 


এছাড়াও সদস্য হিসেবে আছেন সবুজবাংলাদেশ২৪ডটকমের মৌরি তানিয়া এবং দৈনিক আজকালের বার্তার কাজী ফারাহ তাসফিয়া।  


সভাপতি ড. সহিদুজ্জামান বলেন, সংগঠনের সদস্যরা দেশের স্বনামধন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করছে। আমরা দীর্ঘদিন ধরে বাকৃবির শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বিভিন্ন খবরাখবর দেশি ও আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ করে আসছি। বিশেষ করে কৃষি বিজ্ঞানের বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল সাধারণ মানুষের উপযোগী করে প্রকাশ করা হচ্ছে। বাকৃবি প্রেসক্লাব প্রতিষ্ঠা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

এই বিভাগের আরোও খবর

Logo