সাতক্ষীরায় ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ১২ জনসহ বিভিন্ন মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা ১২টা পর্যন্ত জেলার ৮টি থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গ্রেপ্তারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বিএনপির সক্রিয় সদস্য সাতক্ষীরা সদরের নুনগোলা গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেনের ছেলে আবুল হাসান (৪২), বিএনপির সক্রিয় সদস্য কাথন্ডা গ্রামের মৃত সুজাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৬৫), বিএনপির সক্রিয় সদস্য কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের মোঃ নওশের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম, বিএনপির সক্রিয় সদস্য পাইকাড়া গ্রামের মোঃ সাত্তারের ছেলে মো. রেজাউল (৩৬), বিএনপির সক্রিয় সদস্য ইন্দ্রনগর গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে মো. আব্দুল গফুর(৫০), বিএনপির সক্রিয় সদস্য পূর্ব নলতার এনায়েত আলীর ছেলে মো. ইয়াকুব আলী(৪৮), শ্যামনগরে বুড়িগোয়ালীনি ইউনিয়নের কৃষকদলের সভাপতি মৃত এলস গাজীর ছেলে ছন্নত আলী গাজী, কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল্লাহপুর গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে মাহাবুবুর রহমান(৪২), চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চন্দনপুরের মৃত আবু তালেব সর্দারের ছেলে মোঃ ফজলুল হক(৫২), জামায়াতের সক্রিয় সদস্য শ্যামনগরের দক্ষিণ কদমতলার মৃত এন্তাজ গাজীর ছেলে মোঃ আবুল হোসেন (৫১), জামায়াতের সক্রিয় সদস্য চুনকুড়ি হরিনগরের মৃত মতিন মোড়লের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে টুটুল (৪৫) এবং জামায়াতের সক্রিয় সদস্য তালার মাছিয়াড়া গ্রামের মৃত আয়জুদ্দিন মোড়লের ছেলে আতিয়ার রহমান মোড়ল (৪৭)।
এদিকে একই সময়ে জেলার ৮টি থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন নিয়মিত মামলার পালাতক ২০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানো হয়েছে।