বিয়ের ১৭ দিনেই লাশ হয়ে গেলেন আমেনা বেগম

আব্দুল্লাহ আল মাসুদ প্রকাশিত: ৭ নভেম্বর , ২০২৩ ০৯:৪৮ আপডেট: ৭ নভেম্বর , ২০২৩ ০৯:৪৮ এএম
বিয়ের ১৭ দিনেই লাশ হয়ে গেলেন আমেনা বেগম
রংপুর জেলার কুড়িগ্রাম উপজেলার চিলমারীতে আমেনা বেগম (২৩) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ১৭ দিন আগে তার বিয়ে হয়। এটি ছিল আমেনার দ্বিতীয় সংসার। আজ সোমবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর জেলার কুড়িগ্রাম উপজেলার চিলমারীতে আমেনা বেগম (২৩) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ১৭ দিন আগে তার বিয়ে হয়। এটি ছিল আমেনার দ্বিতীয় সংসার। আজ সোমবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার সাবেক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের স্ত্রী।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক আকা জানান, গৃহবধূর স্বামী শাহাবুদ্দিনকে খুঁজে পাওয়া যা‌চ্ছে না। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আমেনা বেগম ২০১৫ সালে ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হয়ে শ্রী আদুরী রানী থেকে আমেনা বেগম নাম নেন। কয়েক বছর আগে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর সেই স্বামী মারা যান। ১৭ দিন আগে উলিপুর উপজেলার আফতাব উদ্দিনের ছেলে সাবেক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে নন্দীর মোড় এলাকায় থাকতেন। সোমবার দুপুরে স্থানীয়রা ঘরের ম‌ধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এই বিভাগের আরোও খবর

Logo