গতকাল ৪সেপ্টেম্বর'২৩ সকালে দিনাজপুরের বীরগঞ্জে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য, মাটি ও মানুষের পরীক্ষিত নেতা, বার বার নির্বাচিত এমপি, মনোরঞ্জন শীল গোপাল,
বিশেষ অতিথি হিসেবে দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক শাকিল আহমেদ, বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-১, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আমিনুল ইসলাম। নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল, দিনাজপুর, মোঃ শাহীনুর ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) বীরগঞ্জ রাজকুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী, বীরগঞ্জ উপজেলায় কর্মরত শিক্ষা প্রকৌশল ইঞ্জিনিয়ার মোঃ গুলজার হোসেন উপস্থিত ছিলেন।
অন্যাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নুর ইসলাম নুর, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ শামীম ফিরোজ আলম, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, মোঃ ইয়াছিন আলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, মোঃ ফজলে এলাহী। বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা পারভিনের আহবানে উপজেলার প্রায় অর্ধশত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কৃতি ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু দুঃখ জনক হলেও সত্য অনেক নামী দামী অতিথির আগমন ঘটলেও সভাস্থলের প্যান্ডেলটি ছিল ছোট।
ফলে ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবরা প্রচন্ড গরম ও রোদে খোলা আকাশে নিচে দাড়িয়ে বিকেল ৩ টা পর্যন্ত অতিথিবৃন্দের বক্তব্য শুনেছেন। জনাব মাকসুদা পারভিনের অদক্ষ নেতৃত্বে এবং অপরিকল্পিত পরিবেশনায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। কৃতি ছাত্রছাত্রীরা, সম্মানিত অভিভাবক, প্রধান শিক্ষক, আমন্ত্রিত অতিথিবৃন্দের বেশীর ভাগ অতিথি আপ্যায়নে নাস্তা কিংবা দুপুরের খাবার না পেয়ে অভুক্ত অবস্থায় চলে যেতে বাধ্য হয়েছেন। আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ "প্রীতিলতা" একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। অতঃপর প্রধান অতিথি মঞ্চে এসে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বরূপ প্রত্যেকের হাতে ক্রেস্ট তুলে দেন। দ্বিতীয়ার্ধে স্কুলের ছাত্রীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়েছে।