“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি " এ প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বীরগঞ্জ উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্ল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। আলোচনা শেষে ভূমিকম্প/অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন, টিম লিডার মোঃ শহিদুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আনসারও ভিডিপির প্রশিক্ষক মোছাঃ করিমন নেছা,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।