বীরগঞ্জে এক মাদক সেবীর তিন মাসের কারাদণ্ড

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর , ২০২৩ ১৫:০৩ আপডেট: ১৩ সেপ্টেম্বর , ২০২৩ ১৫:০৩ পিএম
বীরগঞ্জে এক মাদক সেবীর তিন মাসের কারাদণ্ড
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘বীরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে, অভিযান অব্যাহত থাকবে।’

 মাদক নিয়ন্ত্রণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক তৎপর চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়   মাদক সেবনের অপরাধে জাহিদ হাসান (২৩) নামে এক চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর-২০২৩) মধ্য রাতে  উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই   গ্রামে এই অভিযান চলাকালে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়ে জাহিদ হাসান।

পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)(১৬) ধারায় ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত জাহিদ হাসান  উপজেলার ভোগনগর ইউনিয়নের গোপালপুর ভাবকী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। বুধবার সকালে জাহিদকে দিনাজপুর আদালতে সোর্পদ করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলার ইউএনও ফজলে এলাহী জানান,বীরগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে দিন-রাত অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার  মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘বীরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে,  অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরোও খবর

Logo