বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ট্রেনিং নিয়ে খামারি হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবারনিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ট্রেনিং নিয়ে খামারি হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবারনিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বেকার যুবকরা এ দেশের বোঝা নই। এদের ট্রেনিং করিয়ে ঋণের ব্যবস্হা করে দিলে বেকারের সংখ্যা কমে আসবে।
মন্ত্রী আরও বলেন, সরকার দেশের সকল মানুষের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করেছে। এ দেশের উন্নয়নে সকলে মিলেই অংশগ্রহণ করতে হবে। কোন কাজকেই ছোট মনে না করে নিজেদের প্রস্তুত করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ভাগ্য উন্নয়নে ইতিমধ্যে ছাগল, ভেড়া গরু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সকলেই নিজের বাড়িতে হাঁস, মুরগী, ভেড়া, ছাগল ও গরু লালন-পালন করলে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্হাপক মোসাদ্দেকুর রহমান, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ মেলায় মোট ৪০ টি স্টল অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।