ফরিদপুরের বোয়ালমারীতে মারজুম মৃধা নামে পালিয়ে থাকা এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় থানায় মামলাটি হওয়ার পর থেকে ওই আসামি পলাতক ছিলো।
ফরিদপুরের বোয়ালমারীতে মারজুম মৃধা নামে পালিয়ে থাকা এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় থানায় মামলাটি হওয়ার পর থেকে ওই আসামি পলাতক ছিলো।
মঙ্গলবার (২০ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে চতুল ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মারজুম উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ছাত্রীটির মা মারা যায় ১৪ বছর আগে। বাবা দুবাই প্রবাসে থাকায় চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের মারজুম মৃধা (৪২) পাশ^বর্তী বাইখীর-বনচাকী মাদ্রাসার অষ্টম শ্রেণীর (১৫) ওই ছাত্রীকে আমড়া ও কামরাঙ্গা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ওই ছাত্রী তার মামা বাড়ির অভিভাবকদের কাছে বিষয়টি খুলে বললে গত ১৬ ফেব্রুয়ারি মেয়ের খালু আফসার শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ১৪। ধর্ষণের পর থেকেই ধর্ষক মারজুম মৃধা পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে থানার ওসি মো. সহিদুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আজ বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এর আগে ডাকাতি প্রস্তুতিকালে মারজুমের নামে দুইটি মামলা রয়েছে।