যশোরের বাঘারপাড়ার সম্মিলিত বিদ্যাপীঠ বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা নিয়ে নানান অভিযোগ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৫ ডিসেম্বর , ২০২৩ ১০:২৩ আপডেট: ২৫ ডিসেম্বর , ২০২৩ ১০:২৩ এএম
যশোরের বাঘারপাড়ার সম্মিলিত বিদ্যাপীঠ বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা নিয়ে নানান অভিযোগ
বিদ্যালয় সভাপতি গোলাম মোস্তফা নৈশ্য প্রহরূ পদে তাকে নিয়োগ দেয়ার লাখ নিলেও তাকে তাকে প্রবেশ পত্র দেয়নি। প্রবেশপত্র না পাওয়ায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি

যশোরের বাঘারপাড়ার সম্মিলিত বিদ্যাপীঠ বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা নিয়ে নানান অভিযোগ উঠেছে। তবে নিয়োগ পরীক্ষা নিয়ে বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক এবং অভিযোগ কারীরা ভিন্ন বক্তব্য দিয়েছেন।

অভিযোগকারীরা জানান নিয়োগ পরীক্ষা বিরুদ্ধে মামলা থাকা শর্তেও অনিয়মতান্ত্রিক ভাবে পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষার কথা বলে তিনজন ব্যর্থের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়া হলেও তাদেরকে প্রবেশপত্র দেয়া হয়নি। এ বিদ্যালয় এর নৈশ্য প্রহরী পদপ্রার্থী ও মামলার বিবাদী মেহেদী  হাসান জানান তার একই পদে একই পদসহ আরো দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিদ্যালয় সভাপতি গোলাম মোস্তফা নৈশ্য প্রহরূ পদে তাকে নিয়োগ দেয়ার লাখ নিলেও তাকে তাকে প্রবেশ পত্র দেয়নি।  প্রবেশপত্র না পাওয়ায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। একই রকম ভাবে অফিস সহকারি পদে আলাউদ্দিন পান্না ও আয়া পদে এক মহিলার কাছ থেকে মোটা অংকের টাকা নেয়া হলেও তিনজনকেও প্রবেশপত্র দেয়া হয়নি। ফলে তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আমি নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর বিজ্ঞ বাঘারপাড়া সরকারি জজ আদালত যশোরে মামলা করি। মামলা নম্বর ১৮৩/২৩।  অথচ মামলা চলাকালীন সময়ে অনিয়ম তান্ত্রিকভাবে সোমবার সকালে নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছে। যশোর জেলা স্কুলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ প্রসঙ্গে বিদ্যালয়ে সভাপতি গোলাম মোস্তফা জানান নিয়োগ দেওয়ার কথা বলে কারো কাছ থেকে কোন টাকা নেয়া হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা জানান যারা নিয়োগপত্র পাইনি বলে অভিযোগ করেছেন তাদেরকে কয়েকবার জন্য তাদের বাসায় গিয়ে প্রবেশ  পত্র দিলেও তারা নেননি। এ ব্যাপারে বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশি জানান নিয়োগ নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তটি একতিন নং বিবাদীর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল।  সেটা ৩০ নভেম্বর না মঞ্জুর হওয়াই পরীক্ষা নিতে কোন বাধা নেই বলেই পরীক্ষা নেয়া হয়েছে

এই বিভাগের আরোও খবর

Logo