ভোলায় শারদীয় দুর্গাপূজা ১০৬টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের পূজার মন্ডপ গুলোতে শেষ হয়েছে রংতুলির আঁচর।
আজ ৯অক্টোবর বুধবার পালিত হবে মহাষষ্ঠী। তাই সকল মন্ডপে কারিগরদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। এবার ভোলার সাত উপজেলায় সর্বমোট ১০৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন ভোলার জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা।
জানাযায়, ভোলা সদর উপজেলায় ২৭টি,বোরহান উদ্দিনে২০টি,দৌলতখানে ৮টি,লালমোহনে১৬ টি,তজুমুদ্দিনে ১৫ টি,চরফ্যাশনে ৯টি এবং মনপুরা উপজেলায় ১১টি সর্বমোট ১০৬ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দুর্গাপুজা উপলক্ষে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা বলেন,এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। আশাকরি শেষ পর্যন্ত ভাল থাকবে।
ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ভোলায় দূর্গা পূজা উপলক্ষে জেলার ১০৬টি পূজা মন্ডবে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্তা জোরদার করা হবে। এছাড়াও পূজা মন্ডবগুলোর সিসি ক্যামেরার সর্বক্ষণিক পুলিশ মনিটরিং করবেন। সবমিলে এবছর সনাতন ধর্মাবলম্বীরা যাতে একটি সুন্দর পরিবেশে দূর্গা পূজা উদযাপন করতে পারে সেজন্য তারা কাজ করছে।