ভোলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

শরীফ হোসাইন প্রকাশিত: ২৬ অক্টোবর , ২০২৪ ১৬:৩৪ আপডেট: ২৬ অক্টোবর , ২০২৪ ১৬:৩৪ পিএম
ভোলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক
ভোলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে।

ভোলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত  রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে একটি দেশীয় পিস্তলসহ ২ ডাকাতকে আটক করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। শনিবার (২৬ অক্টোবর) সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। আটক ২ ডাকাত হলেন, ওই ওয়ার্ডের মনির হোসেন বেপারি এবং রাসেল হাওলাদার। ব্রিফিংয়ে নৌবাহিনী জানায়, আটক ২ ডাকাত নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর ১টি দেশীয় পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম ও ৩টি দাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে নৌবাহিনীর সঙ্গে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। 

এই বিভাগের আরোও খবর

Logo