মণিরামপুরে আমজাদ হোসেন লাভলু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৯ মে , ২০২৪ ১০:২৭ আপডেট: ৯ মে , ২০২৪ ১০:২৭ এএম
মণিরামপুরে আমজাদ হোসেন লাভলু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
মণিরামপুরে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৯০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রভাষক ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ৯২৬ পেয়েছেন।

মণিরামপুরে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৯০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রভাষক ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ৯২৬ পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সন্দীপ কুমার ঘোষ ৪৪ হাজার ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম আব্দুল হক তালা প্রতীকে ভোট পেয়েছেন ২৯ হাজার ৭৮৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আক্তার কলস প্রতীকে ৪২ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমেনা বেগম হাঁস প্রতীকে ২২হাজার ৪৯৩ ভোট পেয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টায় সহকারী রির্টানিং কর্মকর্তা কেরসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।এদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। মণিরামপুরে এবারই প্রথম ইভিএমে ভোট নেয়া হয়েছে।

বুধবার সকাল থেকে মণিরামপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে ভোটারদের উপস্থিতি বেশি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেশি হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। তাদেরকে সহযোগিতা করার জন্যে ছিলেন আনসার ও ভিডিপির সদস্যরা। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স সদস্যরা বিভিন্ন কেন্দ্রে ভ্রাম্যমান হিসেবে দায়িত্ব পালন করেন এদিন। ভোটার উপস্থিতি কম থাকলেও কেন্দ্রের রাস্তার পাশে প্রার্থীর কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটারদেরকে নানাভাবে সহায়তা করার পাশাপাশি নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালান তারা। সকাল থেকেই কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি।

আনারস মার্কায় বিজয়ী চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, আওয়ামী লীগের দুর্দিনে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের সকল শ্রেণঅর নেতাকর্মীদের পাশে ছিলাম। ইতিপূর্বে দু’বার জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করেছি। সেই বিশ্বাস ও ভালোবাসা নিয়ে প্রার্থী হয়ে ছিলাম, যার জন্য ভোটাররা আমাকে ভোটে জয়ী করেছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ইলেকট্রিনিক্স ভোটিং মেশিনে (ইভিএম)।

এই বিভাগের আরোও খবর

Logo