মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ১০ নভেম্বর , ২০২৪ ১৭:১৪ আপডেট: ১০ নভেম্বর , ২০২৪ ১৭:১৪ পিএম
মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে।

মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। ছাত্রলীগর সাবেক শিবচর উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান। শনিবার (৯ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাহিন মোল্লা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত। এই বিষয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য মো. শাহজালাল হোসেন তার এই সকল অপকর্মে বাধা দেয় এবং এর সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৮ অক্টোবর শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের শিকদার বাড়ির সামনে একটি চায়ের দোকানে শাহজালাল হামলা করে। এসময় শাহিন মোল্লা ও তার সহযোগী আরসালান হোসেন ওরফে খোকন মোল্লা হত্যার উদ্দেশ্যে ছুড়ি, চাকু ও রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে শাহিন মোল্লা ও তারলোকজনেরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে এই ঘটনা লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে শিবচর থানায় শাহিন, খোকন, সাইদুর, হামজা, রহিমসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে মামলায় কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনার হামলায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান নেতাকর্মীরা।এসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মাদারীপুর জেলার সভাপতি অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo